সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা

সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা : সিন্ধু বা হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি টীকাধর্মী উত্তর এখানে দেওয়া হলো।

সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা


স্রষ্টা বিতর্ক

সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা ছিলেন এ প্রশ্নে বিতর্কের শেষ নেই। এ প্রসঙ্গে যে জাতিগোষ্ঠীগুলির নাম উঠেছে সেগুলি হল দ্রাবিড়, ব্রাহুই, সুমেরীয়, অসুর, দাস, নাগ এবং আর্য। কিন্তু কারও সমর্থনেই কোন প্রামাণ্য তথ্য সংগ্রহ করা যায়নি। সুমেরীয়দের আনাযোগ থাকলেও তারাই যে এই সভ্যতার স্রষ্টা তা প্রমাণ করা সম্ভব নয়। অসুর, দাস ও নাগদের সম্পর্কেও একই কথা বলা যায়। এক সময় মনে করা হত সিন্ধু ও আর্য সভ্যতা অভিন্ন।

আর্য তত্ত্ব

সম্প্রতি একশ্রেণীর ঐতিহাসিক দাবি করেছেন, সিন্ধু সভ্যতার প্রাণকেন্দ্র ছিল অধুনালুপ্ত সরস্বতী নদী সংলগ্ন উপত্যকায়। এর স্রষ্টা আর্যগণ, কারণ তারা বিদেশাগত নয়, ভারতই তাদের আদি নিবাস। এই দাবির সমর্থনে কিছু দুর্বল সাহিত্যগত সাক্ষ্য উপস্থাপিত করা হয়েছে, কোন প্রত্নতাত্ত্বিক সমর্থন নেই। এ দাবি একান্তই অনুমান নির্ভর। আর্যদের সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসাবে মেনে নিলে ধরে নিতে হয় তাদের ভারতে আগমন ঘটেছিল খ্রীঃ পূঃ তিন সহস্রাব্দের পূর্বে। কিন্তু এর সমর্থনে কোন সাক্ষ্য প্রমাণ নেই। বস্তুত সিন্ধু সভ্যতা ও আর্যদের সৃষ্ট বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট।

  1. সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক, বৈদিক সভ্যতা গ্রামীণ;
  2. সিন্ধু সভ্যতায় মৃতব্যক্তিকে সমাধিস্থ করা হত, বৈদিক সভ্যতায় দাহ করার প্রচলন ছিল;
  3. সিন্ধু সভ্যতায় লোহার প্রচলন ছিল না, আর্যরা লোহার ব্যবহার জানত;
  4. সিন্ধু সভ্যতার মানুষ ছিল কৃষিনির্ভর, ঋকবৈদিক মানুষ ছিল পশুচারী।

ফলে সিন্ধু ও আর্য সভ্যতাকে অভিন্ন হিসাবে দেখার তত্ত্ব দুর্বল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

দ্রাবিড় তত্ত্ব

সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসাবে দ্রাবিড়জাতির সমর্থনে বলা হয় যে তারা সিন্ধু, পাঞ্জাব ও বালুচিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে বাস করত। বালুচিস্তানে বসবাসকারী ব্রাহুই জাতি ছিল দ্রাবিড়ভাষী। তাছাড়া আর্য-পূর্ববর্তী যুগে ভারতের অধিকাংশ মানুষ ছিল দ্রাবিড় গোষ্ঠীভুক্ত। তবে সিন্ধু লিপির সঠিক পাঠোদ্ধার যতদিন না সম্ভব হচ্ছে ততদিন দ্রাবিড়তত্ত্বকেও প্রশ্নাতীতভাবে প্রতিষ্ঠা করা কঠিন।

মিশ্র জাতিগোষ্ঠী তত্ত্ব

সিন্ধু উপত্যকা অঞ্চলে আবিষ্কৃত মনুষ্য কঙ্কালের চরিত্র বিচার করে দেখা গেছে, সেখানে এক মিশ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করত। এদের মধ্যে মুখ্য ছিল মেডিটেরানিয়ান ও প্রোটো-অস্ট্রোলয়েড। নর্ডিক গোষ্ঠীর মানুষ পাওয়া যায়নি, যাদের মধ্যে থেকে আর্য- জাতির উদ্ভব ঘটে। মনে করা হয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংমিশ্রণ ও সমন্বয়ের প্রক্রিয়া চলেছিল দীর্ঘদিন। মেডিটেরানিয়ান জাতিগোষ্ঠীভুক্ত দ্রাবিড় ভাষাভাষীগণ সিন্ধু সভ্যতার স্রষ্টা না হলেও হয়ত তাদের প্রাধান্যই ছিল বেশি।


সিন্ধু সভ্যতা থেকে অন্যান্য প্রশ্ন

error: Content is protected !!